ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোয় এসআই ক্লোজড

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৩, ৩ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ। গত বৃহস্পতিবার তিনি মনোনয়নপত্র দাখিল করেন। ওই দিন সকালে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাগমারা থানার এসআই ও তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জিলালুর রহমার।

পরের দিন এর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শনিবার তাকে বাগমারা থেকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও মুখপাত্র রফিকুল ইসলাম বলেন, এসআই জিলালুর রহমান প্রায় দুই বছর ধরে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে রয়েছে। তার বদলির সময় হয়ে গিয়েছিল। এরই মধ্যে তার বিরুদ্ধে একজন প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোসহ তিনটি অভিযোগ পাওয়া যায়। সেসব অভিযোগের প্রাথমিক তদন্ত করে সত্যতা পাওয়া গেছে।

এরপর শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের এক আদেশে এসআই জিলালুরকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি