ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

সীতাকুণ্ড আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ৩ ডিসেম্বর ২০২৩

চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুনের সমর্থনে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েঝে।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার ছলিমপুরস্থ এমপি বাড়িতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আজিজুল হক। 

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন এবং সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন। 

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করা আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এড. ফখরুদ্দিন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক ও সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন সাবেরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু, সদস্য নুরুল আলম চৌধুরী, মোঃ ইদ্রিস, গোলাম রব্বানী, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, আকবরশাহ থানা আওয়ালী লীগের সভাপতি সুলতান চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, মোঃ জহুরুল আলম জসিম কাউন্সিলর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড, প্রফেসর ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু কাউন্সিলর ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ।

এ সময়ে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম বাহার চেয়ারম্যান ৪নং মুরাদপুর ইউপি ও সহ-সভাপতি, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ, এইচ, এম, তাজুল ইসলাম নিজামী চেয়ারম্যান, ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ, সাদাকাত উল্লাহ মিয়াজী চেয়রাম্যান, ৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ ও সভাপতি ৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগ, মোঃ মোরশেদ হোসেন চৌধুরী চেয়ারম্যান ৭নং কুমিরা ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক, কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগ, মনির আহমেদ চেয়ারম্যান ৮নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক, সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ, মোঃ নাজিম উদ্দীন চেয়ারম্যান ৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ ও সভাপতি, ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগ, আলহাজ্ব সালাউদ্দীন আজিজ চেয়ারম্যান ১০নং সলিমপুর ইউনিয়ন পরিষদ ও সদস্য, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ, শিহাব উদ্দিনসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুনকে বিজয়ী করতে হবে। নৌকা মার্কায় ভোট দিয়ে এ আসনটি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার আহ্বান জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি