ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

নাব্যতা সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া রুটের ফেরি চলাচল ব্যাহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ৩ ডিসেম্বর ২০২৩

নাব্যতা সংকটে ব্যাহত হচ্ছে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের ফেরি চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

নদীতে ফেরি চলাচলের চ্যানেলে পলি পড়ে ভরাট হওয়া এবং ডুবোচর দেখা দেয়ায় এ সংকট তৈরি হয়েছে। একমাস ধরে এ নৌ-রুটের চলাচল ব্যাহত হচ্ছে। এতে অতিরিক্ত চার কিলোমিটার বেশি পথ ঘুরে আসতে হচ্ছে ফেরিগুলোকে। তবে কর্তৃপক্ষ জানায়, ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ড্রেজিং কার্যক্রম চলমান আছে।

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি