ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বৈধ ঘোষণা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৪, ৪ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১৪:৪৬, ৪ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের আয়কর বকেয়া থাকায় রোববার যাচাই বাছাইয়ে তার মনোনয়ন স্থগিত করা হয়। পরে আয়কর পরিশোধ করলে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার সংশ্লিষ্ট কাগজপত্র জমা দেয়ায় তার মনোনয়নপত্র বৈধ বল ঘোষণা করেন পটুয়াখালী জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। 

এছাড়া কাগজপত্রের ত্রুটি থাকায় যাদের মনোনয়নপত্র স্থগিত করা হয় তাদের মধ্য ১৩ জন প্রার্থী কাগজপত্র সংশোধন করে জমা দেয়ায় তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেয়া হয়েছে। 

দ্বাদশ সংসদ নির্বাচনে পটুয়াখালীর ৪টি আসন থেকে মোট ২৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে আজ বেলা সাড়ে ১২টা পর্যন্ত সবশেষে তথ্য অনুযায়ী ২৮ জনের মধ্যে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান  রুহুল আমিন হাওলাদারসহ ২৩ জনের মনোনয়নপত্র বৈধ ৪ জন বাতিল এবং ১ জনের মনোনয়নপত্র স্থগিত করেন পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। 

১ জনের মনোনয়নপত্র স্থগিতের বিষয় বিকাল ৪টার মধ্যে জানানো হবে বলে জানান জেলা রিটার্নিং অফিসার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি