ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ওমানে গাড়িচাপায় মিরসরাইয়ের খাইরুল নিহত

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৪, ৫ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ওমানে গাড়িচাপায় চট্টগ্রাম মিরসরাইয়ের খাইরুল ইসলাম চৌধুরী (৪৪) নিহত হয়েছেন। তার মরদেহ স্থানীয় এক হাসপাতালে রাখা হয়েছে।

সোমবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

খাইরুল মিরসরাই উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী এলাকার হাবিব উল্লাহ মিয়া চৌধুরী বাড়ির মৃত আজিজুল হক চৌধুরীর চতুর্থ সন্তান।

খাইরুলের চাচাতো ভাই রেজাউল করিম চৌধুরী জানান, সোমবার সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে ওমানে গাড়িচাপায় আমার জেঠাতো ভাই ঘটনাস্থলে মারা যান। এখন তার মরদেহ একটি হাসপাতালে রাখা হয়েছে।

তিনি ৭ বছর ধরে ওমানে রয়েছেন। এর আগে ১০ বছর কুয়েতে ছিলেন। খাইরুলের স্ত্রী ও ১০ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

স্থানীয় কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন বলেন, ওমানে সড়ক দুর্ঘটনায় খাইরুল নামে আমার ইউনিয়নের বাসিন্দা মারা যাওয়ার খবর শুনেছি। পরিবার-পরিজন ছেড়ে জীবিকার তাগিদে গিয়ে দুর্ঘটনায় মারা গেলেন। তার মরদেহ দেশে আনার জন্য পরিষদ থেকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সহযোগিতা করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি