ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

বড় ভাইয়ের ইটের আঘাত ছোট ভাইয়ের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৮, ৭ ডিসেম্বর ২০২৩

নওগাঁর বদলগাছীতে বড় ভাইয়ের  ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। 

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে বদলগাছী  উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সাজু হোসেন ওই গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে। এই ঘটনার পর থেকে নিহত সাজুর সহোদর বড় ভাই অভিযুক্ত রাজু আহম্মেদ (৩৬) পলাতক রয়েছে। 

স্থানীয়, পুলিশ ও মথুরাপুর ইউপির চেয়ারম্যান মাসুদ রানা বলেন, বুধবার বিকালের দিকে দুই ভাই খড়ের পালা দিচ্ছিল। ছোট ভাই খড়ের পালার উপরে ছিল। আর বড়োভাই নিচ থেকে খড় তুলে দিচ্ছিল। এমন সময় তাদের মধ্যে মোটরসাইকেল কেনা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। 

একপর্যায়ে বড় ভাই নিচ থেকে ছোট ভাইকে উদ্দেশ্য করে ইট ছুড়ে মারে। এতে সে আহত হলে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঘটনাস্থল পরিদর্শনকারী বদলগাছী থানার এসআই মনিরুল ইসলাম জানান, এ ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে রাজু আহমেদকে গ্রেফতার করতে পারলে প্রকৃত কারণ জানা যেতে পারে।

এ ব্যাপারে  বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আতিয়ার রহমান বলেন, ঘটনা জানার পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে মর্গে নেয়া হয়েছে। অভিযুক্ত রাজু আহম্দমেকে গ্রেফতারে পুলিশের টিম মাঠে কাজ করছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি