ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দিনাজপুরে চাল বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৩, ৭ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আমতলী নামক স্থানে রংপুরগামী চাল বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, বোচাগঞ্জ উপজেলা হতে চাল বোঝাই ট্রাকটি রাতের কোন সময় বোচাগঞ্জ (সেতাবগঞ্জ) হতে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। চাল বোঝাই ট্রাকটি আনুমানিক রাত ১২টার দিকে বীরগঞ্জের আমতলী নামক স্থানে পৌছলে দুর্বৃত্তরা ট্রাকটি থামিয়ে ট্রাকের সম্মুখ অংশে অগ্নিসংযোগ করে। 

খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিসের কর্মিরা জানিয়েছেন, ট্রাকটির আংশিক ক্ষতি হয়েছে, ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা। 

বীরগঞ্জ থানার ওসি মজিবর ররহমান ঘটনা নিশ্চিত করে বলেন, এব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি