ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালে মুক্ত দিবস পালিত

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৬, ৮ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

আজ বরিশাল মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে জেলা, মহানগর ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে আনন্দ র‌্যালি বের করা হয়। 

শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ভবনের সামনে থেকে শুরু হয় র‌্যালিটি। এরপর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বগুরা রোড এলাকায় শেষ হয়। 

আনন্দ র‌্যালির নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধারা। পরে মুক্তিযোদ্ধা সংসদে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

১৯৭১ সালের এই দিনে দখলদার পাক বাহিনী অগ্রসরমান মুক্তিযোদ্ধাদের ভয়ে এ শহর থেকে ডেরা গুটিয়ে পালিয়ে যায়। 

বরিশাল শহর কেন্দ্রীক বিভিন্ন সড়ক চারদিক থেকে মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় স্টিমার ও কার্গোতে পাকিস্তানী সেনাবাহিনী, পাক মিলিশিয়াসহ শহরের দালাল ও রাজাকাররা বরিশাল ত্যাগ করে। 

পাকবাহিনীর শহর ত্যাগের খবরে ৮ মাস ধরে অবরুদ্ধ বরিশালের মুক্তিকামী মানুষ বিজয়ের আনন্দে রাস্তায় নেমে আসে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি