ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

গাজীপুরে সড়ক বিভাজকে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৯, ১০ ডিসেম্বর ২০২৩

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সড়ক বিভাজকের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন নোয়াখালীর আবু তাহের ও লক্ষ্মীপুরের ইব্রাহীম।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, ৫ জন আরোহী নিয়ে প্রাইভেট কারটি গাইবান্ধা থেকে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে সড়ক বিভাজকের সঙ্গে গতিতে চলা প্রাইভেটকারের ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। 

এসময় ঘটনাস্থলে প্রাইভেটকারের যাত্রী আবু তাহের ও ইব্রাহীম মারা যান।  অপর তিন যাত্রী অক্ষত রয়েছেন। 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায় পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি