ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অটোচালক সাইফুল হত্যার পলাতক ৩ আসামি গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৫, ১০ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

গোপালগঞ্জের কাশিয়ানীতে অটোভ্যান চালক সাইফুল মল্লিক (২০) হত্যা মামলার তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৬ জানিয়েছে, ফরিদপুর ও খুলনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পদ্মবিলা গ্রামের ছাকেম শেখের ছেলে নাদের শেখ (৫৫), নাদের শেখের ছেলে হাবিব শেখ (২৩) ও ইসরাইল শেখের ছেলে আরিফ শেখ।

নিহত অটোচালক সাইফুল মল্লিক (২০) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মাছিয়াড়া গ্রামের রোকন মল্লিকের ছেলে।

র‌্যাব জানায়, সাইফুল মল্লিক হত্যা মামলার পলাতক আসামিরা ফরিদপুর ও খুলনায় পলাতক রয়েছে এমন গোপন সংবাদ তাদের কাছে আসে। পরে র‌্যাব-৬ ও র‌্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে ফরিদপুর জেলার মধুখালী থানার নওয়াপাড়া বাজার এলাকা থেকে নাদের শেখকে এবং খুলনা জেলার দিঘলীয়া থানার শেনহাটি বাজার এলাকা থেকে হাবিব শেখকে ও আরিফকে গ্রেফতার করা হয়। 

আসামিদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়। বাকী পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর সকালে সাইফুল মল্লিক তার ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। আগে থেকে ওৎ পেতে থাকা নাদের শেখ, তার ছেলে হাবিব শেখ, তার সঙ্গী আরিফ শেখসহ তাদের লোকজন চোর বলে ধাওয়া করে। পদ্মবিলা ব্রীজের গোড়ায় অটোভ্যানটি পড়ে গেলে সাইফুলকে পিটিয়ে মারাত্মত আহত করে তারা। 

পরে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আসামিরা পালিয়ে যায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি