ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরের বনে মিললো অটোচালকের মরদেহ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৯, ১১ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে রাস্তার পাশে বনের ভেতর থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার রাত ১টার দিকে শ্রীপুরের কর্নপুর সিটপাড়া সংযোগ সড়কের পাশের বনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হৃদয়ের বাড়ি ময়মনসিংহহের গফরগাঁওয়ের হাতিখলা গ্রামের। সে শ্রীপুর পৌরসভার বাগমারা গ্রামের (কলেজপাড়া) এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

পুলিশ জানায়, গতকাল সন্ধ্যার দিকে অটোরিকশা নিয়ে শ্রীপুরের বাড়ি থেকে বের হয় হৃদয়। এরপর অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা হৃদয়কে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে খুন করে। রাতে রাস্তার পাশে বনে একটি অটোরিকশা উল্টে পড়ে থাকতে দেখে স্থানীয়রা এগিয়ে গিয়ে হৃদয়ের মরদেহ দেখতে পান।

খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 

শ্রীপুর থানার অফিসার্স ইনচার্জ এ এফ এম নাসিম জানান, অটোরিকশা চালক হৃদয়কে দুষ্কৃতিকারীরা ছুরিকাঘাতে হত্যা করে। মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরা উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। 

ময়নাতদন্তের জন্য মরদহটি শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি