ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহী যুবকের

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৪, ১১ ডিসেম্বর ২০২৩

নওগাঁয় ট্রাকের ধাক্কায় নাছিম ইসলাম (৩০) নামে সাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শহরের লিটন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নাছিম ইসলাম বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্ধিরা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নাছিম ইসলাম গোল্ডলীফ সিগারেট কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় সকালে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নওগাঁ শহরের দোকানগুলাতে অর্ডার নিতে যাচ্ছিলেন তিনি। পথে লিটন ব্রিজ এলাকায় পৌঁছালে ব্রীজে উঠা মাত্রই পেছন  থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। 

এতে সাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন নাছিম। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহযোগীতায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্ল্যাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করছন। তিনি বলেন, সংবাদ পয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি