ঢাকা, মঙ্গলবার   ৩১ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে ট্রেনে নাশকতায় জড়িত ৭ জন গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ১৭ ডিসেম্বর ২০২৩

গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখরিয়া এলাকায় রেললাইন কেটে ট্রেনে নাশকতার ঘটনায় ৭ জনকে গ্রেফতার  করেছে পুলিশ।
রোববার গাজীপুর মেট্টোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- নেত্রকোনার মদন থানার বারই বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে জান্নাতুল ইসলাম (২৩), ময়মনসিংহের ভালুকা থানার বান্দীয়া এলাকার তাইজুদ্দীনের ছেলে মেহেদী হাসান (২৫), গাজীপুর মেট্টোপলিটনের সদর থানার রাজাবাড়ী উত্তরপাড়া এলাকার মৃত বিল্লাল হোসেন ভুইয়ার ছেলে মো. হাসান আজমল ভূইয়া (৫০), একই থানার ভানোয়া এলাকার তারিকুল ইসলাম দিপুর ছেলে জুলকারনাইন আশরাফি ওরফে হৃদয় (৩৫), একই থানার উত্তর ছায়াবিথি এলাকার মৃত সোলায়মান মোড়লের ছেলে শাহানুর আলম (৫৩), একই থানার কানাইয়া পূর্বপাড়া এলাকার মৃত ওমেদ আলী মোল্লার ছেলে মো. সাইদুল ইসলাম (৩২) ও একই থানার মধ্য ছায়াবিথি এলাকার আফতাফ উদ্দিনের ছেলে  সোহেল রানা (৩৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর গোয়েন্দা বিভাগের বিভিন্ন টিম গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রথমে দুষ্কৃতকারী দলের জান্নাতুল ইসলাম ও মেহেদী হাসানকে গ্রেফতার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে  প্রাপ্ততথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা ও সক্রিয় সদস্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরো বলা হয়, গত ১৩ ডিসেম্বর ভোরে একদল দুষ্কৃতকারী শ্রীপুর উপজেলার বনখরিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইন কেটে ফেলে। এরপর ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা যায় এবং কমপক্ষে ১০ জন আহত হয়।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি