ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৬, ১৭ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১৭:১৯, ১৭ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার বাড়াদি সীমান্তে বিএসএফের গুলিতে খাঁজা ২ বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। 

স্থানীয়রা জানান, গেলো শনিবার রাতে খাজা মইনুদ্দিন ও সাজিদুর হক সহ কয়েকজন  অবৈধভাবে বারাদি সীমান্ত দিয়ে গরু আনতে ভারতে যায় । এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে তারা মারা যায়। ইউপি সদস্য আব্দুর রহমান জানান, সকালে বিএসএফ তাদের মরদেহ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। এদিকে দুপুরে দর্শনা বিজিবি কোম্পানি কমান্ডার নায়ক সুবেদার আব্দুল জলিল ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি পাঠিয়েছে।  

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি