ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

স্বামীকে বিজয়ী করতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্ত্রী

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৩, ১৮ ডিসেম্বর ২০২৩

নরসিংদী-২ পলাশ সংসদীয় আসনে স্বামী আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুল আশরাফ খান দিলীপকে বিজয়ী করতে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী আফরোজা সুলতানা। 

আজ সোমবার দুপুরে পলাশ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে পলাশ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী আফরোজা সুলতানা বলেন,  আওয়ামী লীগের প্রার্থীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে ও সকল ষড়যন্ত্র রুখে দিতে আমি নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করছি।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী-২ এর সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজীসহ আওয়ামী লীগ ও দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।     
                                                                 
এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি