ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

টানা তিনদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১১:১৭, ১৯ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১১:২২, ১৯ ডিসেম্বর ২০২৩

গেল কয়েক দিন ধরেই উত্তরাঞ্চলসহ কমছে দেশের তামপাত্রা, বাড়ছে শীতের প্রকোপ। আজ দেশের সর্বনিম্ন তাপামাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এ নিয়ে টানা তিনদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলো তেঁতুলিয়ায়।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এ জেলায় গত রোববার ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আর গতকাল সোমবার সর্বনিম্ন তামমাত্রা ছিল ৯ ডিগ্রি ৬ সেলসিয়াস।

গত চার দিন ধরে এ জেলায় ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। ডিসেম্বর পর্যন্ত এ অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

পঞ্চগড়ে হিমেল বাতাসের সাথে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা। নিতান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ।

শীতে বিপাকে পড়েছেন গাইবান্ধার বিস্তীর্ণ নদীপাড়ের বাসিন্দারা। সবচেয়ে বেশি বিপাকে নারী ও শিশুরা। শীতে জবুথবু আরেক জেলা চুয়াডাঙ্গাও। 

সকালে রোধের দেখা মিললেও প্রখরতা না থাকায় শীত তেমন একটা কমছে না সিরাজগঞ্জেও। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি