ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বরিশালে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ, আহত ৭

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪০, ১৯ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের নৌকার প্রার্থী জাহিদ ফারুক ও স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারীদের মধ্যে কোপাকুপির ঘটনা ঘটছে। এতে দুই পক্ষের ৭ জন আহত হয়েছে। 

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে নগরীর পলাশপুর এলাকায় এই ঘটনা ঘটে।

এসময় একটি মোটরসাইকেল পুড়িয়ে ফেলার পাশাপাশি একটি অটোরিকশা ভাংচুরের ঘটনা ঘটেছে। 

কোপাকুপির ঘটনায় সাদিক আব্দুল্লাহর অনুসারী রাব্বি, আমিন ও আসিফ এবং জাহিদ ফারুক শামীম অনুসারী হালিম, রবিউল,মেহেদী, রফিকুল আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় আহত ও তাদের স্বজনরা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। 

তবে এ ঘটনায় সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও জাহিদ ফারুক শামীমের কোন বক্তব্য পাওয়া যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি