ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মাগুরায় আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় সাকিব

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০০, ১৯ ডিসেম্বর ২০২৩

বিজয় দিবস উপলক্ষ্যে মাগুরায় জেলা আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় নোমানী ময়দান থেকে একটি বিশাল বিজয় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের চৌরোঙ্গীমোড় হয়ে ঢাকারোড ও ভায়নার মোড় ঘুরে আবার নোমানী ময়দানে মিলিত হয়। 

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সাকিব আল হাসান।

বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শ্রী বিরেণ শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু প্রমুখ। শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

 

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি