ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে আলমসাধুর চাপায় ভিক্ষুক নিহত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৩, ১৯ ডিসেম্বর ২০২৩

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় গরুবোঝাই একটি আলমসাধু (স্যালো ইঞ্জিন দিয়ে তৈরি) চাপায় হাফিজাল ব্যাপারী (৬৫) নামে এক ভিক্ষুক নিহত হয়েছেন। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজবাড়ীর শ্রীপুর সার্কিট হাউজের সামনে এ দুঘর্টনা ঘটে।

হাফিজাল ব্যাপারী রাজবাড়ী সদর উপজেলার চরখানখানাপুরের জজ বাড়ী এলাকার মৃত আইনউদ্দিন ব্যাপারীর ছেলে। 

প্রত্যক্ষদর্শী আবু কালাম বলেন, ওই ভিক্ষুক সড়ক পার হওয়ার সময় গরুবোঝাই আলমসাধু তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ওই বৃদ্ধ গুরুতর আহত হয়। তাকে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

গোয়ালন্দ মোড় হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম জানিয়েছেন, ঘাতক আলমসাধুটি আটক করা হয়েছে। একই সাথে নিহতের পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি