ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আর্মি ফার্মার ফলক উন্মোচন করলেন সেনাপ্রধান

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৪, ২০ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান আর্মি ফার্মাসহ চারটি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বুধবার সকালে গাজীপুরের মেশিন টুলস ফ্যাক্টরিজ এলাকায় এসব স্থাপনার উদ্বোধন করেন তিনি। 

এর আগে সেনাবাহিনী প্রধান সামরিক হেলিকপ্টারযোগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। 

এসময় ইলেকট্রিক সুইচ টিপে আর্মি ফার্মা লিমিটেডের ভিত্তি প্রস্তর স্থাপন, প্রোডাকশন ইউনিট, প্যাকেজিং ইউনিট এবং বিএমটিএফ এ্যাপারেলসের উদ্বোধন করেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ। প্রকল্প এলাকা ঘুরে দেখেন তিনি।

পরে তিনি রাজেন্দ্রপুর সেনানিবাসে আর্মি  অডন্যান্স কোরের ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি