ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৪, ২০ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১৫:৪৫, ২০ ডিসেম্বর ২০২৩

মেহেরপুরের গাংনীতে এস বি পরিবহনের ধাক্কায় বুলবুল হোসেন (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৩ জন।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলাধীন চেংগাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল হোসেন গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী এস বি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর চলাচলকৃত পাখি ভ্যানটিকে ধাক্কা দিলে খাদে পড়ে যায়। 

দ্রুত স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাখি ভ্যানচালক বুলবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।

গাংনী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। নিহত ও আহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরিবর্তী আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। পরিবহন চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি