ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পঞ্চগড় এক্সপ্রেস পরিচালকের ব্যাগে মিললো ৮০ বোতল ফেন্ডিসিল 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৪, ২১ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ০৯:৫৬, ২১ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের পরিচালক ও এ্যাটেনডেন্টকে ৮০ বোতল ফেন্সিডিলসহ সান্তাহার রেলওয়ে থানা পুলিশ আটক করেছে।

বুধবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

জিআরপি পুলিশ জানায়, বুধবার পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের পরিচালক হিসেবে জাহাঙ্গীর কবির (৪৫) ও প্যাসেঞ্জার এ্যাটেনডেন্ট হিসেবে সাদেকুল ইসলাম (৩২) দায়িত্ব পালন করছিলেন। সন্ধ্যায়  ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে পৌঁছার পর রেলওয়ে থানা পুলিশ ট্রেন পরিচালকের বগিতে অভিযান চালায়। 

এসময় ট্রেন পরিচালক ও এ্যাটেনডেন্টের ট্রাভেল ব্যাগ তল্লাশী করে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এজন্য তাদের গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেফতারকৃত জাহাঙ্গীর কবির রাজবাড়ী জেলার কাজিকান্দা গ্রামের মিরাজ আলী ছেলে ও তার সহযোগী সাদেকুল ইসলাম ঠাকুরগাঁও জেলার আরজী কৃষ্ণপুর গ্রামের শমসের আলী ছেলে। 

সান্তাহার জিআরপি থানার ওসি মুক্তার হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি