ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মা না ফেরায় ‘মুক্তি’ লালিতপালিত হচ্ছে হাসপাতালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ২১ ডিসেম্বর ২০২৩

বিজয় দিবসে সড়কের পাশে প্রসবব্যথায় কাতরাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন এক নারী। দুই পথচারী দেখতে পেয়ে তাকে নিয়ে যান সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেদিন দুপুরে কন্যাশিশুর জন্ম দেন তিনি।

নবজাতক যখন চিকিৎসকের হাতে, তখন জোর করে হাসপাতাল ত্যাগ করেন প্রসূতি। হাসপাতালকর্মীরা অনেক চেষ্টা করেও তাকে আটকাতে পারেননি।

চিকিৎসকরা মেয়েটির নাম রাখেন ‘মুক্তি’। মা না ফেরায় ‘মুক্তি’ পাঁচ দিন ধরে লালিতপালিত হচ্ছে হাসপাতালকর্মীদের তত্ত্বাবধানে। অন্য এক মা বুকের দুধ পান করাচ্ছেন তাকে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীরাও খাইয়ে যাচ্ছেন। 

হাসপাতাল সূত্র জানায়, এরই মধ্যে কয়েকজন ব্যক্তি শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার একটি সভা ডাকা হয়েছে। সেখানে শিশুটির লালনপালনে সক্ষম সচ্ছল পরিবার বেছে নেওয়া হবে।

বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজি বলেন, তাঁর এলাকার কয়েকজন শিশুটিকে দত্তক নিতে আগ্রহী। তাদের যাচাই করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন বলেন, প্রসবের ঘণ্টাখানেক পর মানসিক ভারসাম্যহীন ওই নারী পালিয়ে যান। বর্তমানে নবজাতক চিকিৎসকদের তত্ত্বাবধানে সুস্থ আছে। আজ দত্তক দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি