ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় সেরা করদাতার সম্মাননা পেলেন ৪৯ জন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৮, ২১ ডিসেম্বর ২০২৩

কুমিল্লায় সেরা করদাতা সম্মাননা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা সিটিসহ ছয় জেলার ৪৯ জনকে সেরা করদাতা সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে নগরীর কান্দিরপাড়ের একটি কনভেনশন হলে কর অঞ্চল কুমিল্লার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড কর নীতি  সদস্য ড. সামস উদ্দিন আহমেদ।

কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার কাজী তৌহিদ আখতার।

মূল প্রবন্ধ উপস্থাপনা করেন কর অঞ্চল কুমিল্লার পরিদর্শী অতিরিক্ত কমিশনার শামিনা ইসলাম। স্বাগত বক্তব্য দেন যুগ্ম কর কমিশনার আব্দুল মালেক।

অনুষ্ঠানে কুমিল্লা সিটিসহ ছয় জেলার ৪৯ জনকে সেরা করদাতা সম্মাননা ও সনদপত্র বিতরণ করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি