ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় নৌকার নির্বাচনী অফিসে আগুন 

নওগাঁ প্রতিবিধি

প্রকাশিত : ১১:১০, ২২ ডিসেম্বর ২০২৩

নওগাঁ জেলার মহাদেবপুর ও বদলগাছী উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৩ আসন। এই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার গভীর রাতে মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের ঝলঝলিয়া গ্রামের  রাস্তার পাশে এই ঘটনা ঘটে। এতে ওই নির্বাচনী অফিস সহ পাশে একটি খড়ের পালা  আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। এই ঘটনাই  আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার সেলিমের  ছেলে সাকলাইন মাহমুদ রকি কে প্রধান আসামি করে ১২ জনের  বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছেন  আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর সমর্থক রুহুল আমিন নামের একজন। 

অভিযোগ জানা গেছে , উপজেলার আজিপুর গ্রামের ছলিম উদ্দিন তরফদারের ছেলে সাকলাইন মাহমুদ রকি (৩৪), ঝলঝলিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জাহিদ হাসান (২৮), আবুল কালামের ছেলে ইউনুছ আলী (৪৫) ও মৃত নৈমুদ্দিনের ছেলে হাসান (৫০), ফাজিলপুর বরেন্দ্র মোড়ের মৃত হামিদের ছেলে মিঠু রহমান (৩৬), আন্ধারকোঠার হবিবর রহমানের ছেলে সোহাদ (৩৮), দুলালপাড়ার ইয়াকুব আলীর ছেলে আসাদুজ্জামান রতন (২৮), চানপাড়া জয়পুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হাসান আলী (২৮), সদরের রবিন চন্দ্র দাসের ছেলে রঞ্জন দাস (৪২), স্কুল পাড়ার মৃত রঞ্জুর ছেলে তনু কুমার দেব (২৬), আজিপুরের দুয়েফ উদ্দিন তরফদারের ছেলে রাকিবুল হাসান এবং জোয়ানপুরের মৃত খলিলের ছেলে হাবিব হোসেন (৩৩) আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে উপরোক্ত আসামীদের সাথে দীর্ঘদিন থেকে নির্বাচনী বিরোধ চলছিল। এবং নির্বাচনকে কেন্দ্র করে রুহুল আমিনকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় তারা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগকারী তার অভিযোগে উল্লেখ করেছেন। 

 এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি