ঢাকা, মঙ্গলবার   ৩১ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে ট্রেনে আগুন দেয়ার ঘটনায় তিন আসামী গ্রেফতার 

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩১, ২২ ডিসেম্বর ২০২৩

জয়পুরহাটে পৃথক দুটি ট্রেনে আগুন দেয়ার ঘটনায় প্রধান তিন আসামীকে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে পুলিশ। 

আজ শুক্রবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো- জয়পুরহাট নিশিপাড়া মহল্লার অপু ও তাইজুল ইসলাম এবং আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের মমিন। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গেলো ৪ ডিসেম্বর ভোরে জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস এবং ১৫ ডিসেম্বর রাতে জয়পুরহাট স্টেশনে উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দুটি ঘটনারই মুল হোতা অপু, তাইজুল ও মমিন। তিনজনই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। 
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি