ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় কবিতা উৎসব শুরু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৪, ২৩ ডিসেম্বর ২০২৩

নওগাঁ সাহিত্য পরিষদের ৬ষ্ঠ বর্ষপূতি উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় নওগাঁ শহরের মুক্তির মোড় বিজয় স্তম্ভের পাদদেশে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মওলা। 

পরে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নওগাঁ বিএমসি মহিলা কলেজের অধ্যক্ষ সামসুল হক, নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন ও সাধারন সম্পাদক শফিক ছোটন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস.এম আজাদ হোসেন মুরাদ, নওগাঁ সাহিত্য পরিষদ এর সভাপতি অরিন্দম মাহমুদ, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন সহ কবি-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। 

শোভাযাত্রার আগে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর বেলা ১১টায় নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজে অডিটোরিয়ামে আলোচনা সভা ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এ কে এম ফজলে রাব্বী বকু, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপারপদে পদোন্নতিপ্রাপ্ত) গাজিউর রহমান। 

এসময় প্রায় ৫০ জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি