ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বরিশাল আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৪, ২৩ ডিসেম্বর ২০২৩

আগামী ২৯ ডিসেম্বর বরিশালে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে বরিশাল বিভাগের আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বরিশাল ক্লাবে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ সভা হয়।

বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বরিশাল-২ আসনের নৌকার প্রার্থী রাশেদ খান মেনন, ঝালকাঠী ১ আসনের নৌকার প্রার্থী ব্যরিস্টার শাহজাহান ওমর (বীরউত্তম) ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম।

এছাড়া রিশাল সিটি মেয়র খোকন সেরনিয়াবাত, পিরোজপুর-১ নৌকার প্রার্থী শ ম রেজাউল করিম, পটুয়াখালী-২ আসনের নৌকার প্রার্থী আসম ফিরোজ এমপি, মাহবুব উদ্দিন আহমেদ (বীরবিক্রম), ভোলা-৪ আসনের নৌকার প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ প্রমুখ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি