ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বরিশাল আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৪, ২৩ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

আগামী ২৯ ডিসেম্বর বরিশালে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে বরিশাল বিভাগের আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বরিশাল ক্লাবে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ সভা হয়।

বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বরিশাল-২ আসনের নৌকার প্রার্থী রাশেদ খান মেনন, ঝালকাঠী ১ আসনের নৌকার প্রার্থী ব্যরিস্টার শাহজাহান ওমর (বীরউত্তম) ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম।

এছাড়া রিশাল সিটি মেয়র খোকন সেরনিয়াবাত, পিরোজপুর-১ নৌকার প্রার্থী শ ম রেজাউল করিম, পটুয়াখালী-২ আসনের নৌকার প্রার্থী আসম ফিরোজ এমপি, মাহবুব উদ্দিন আহমেদ (বীরবিক্রম), ভোলা-৪ আসনের নৌকার প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ প্রমুখ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি