ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

৭ জানুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে ষড়যন্ত্রের জবাব দিন: এস এম আল মামুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২২, ২৩ ডিসেম্বর ২০২৩

চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব এস.এম আল মামুন বলেছেন, আগামী ৭ জানুয়ারী ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপি-জামাতের দেশ-বিরোধী ষড়যন্ত্রের জবাব দিন। নির্বাচনকে কেন্দ্র করে শান্ত সীতাকুণ্ড অশান্ত করার চেষ্টা করা হলে জনগণকে সাথে নিয়ে এর সমোচিত জবাব দেওয়া হবে। উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্থ করতেই বিএনপি জামাত ভোট বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।

শুক্রবার (২২ ডিসেম্বর) উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের নিয়ে সারাদিন গণসংযোগ করেন।

এ সময় উপজেলা আওয়ালী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যন এইচ এম তাজুল ইসলাম নিজামী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. আবুল হাশেম ভূঁইয়া, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য হারুন রশীদ ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান সিরাজুদ্দৌলা বিএসসি।

পরে ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নে বিশাল জনসভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন—উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল মোস্তফা কামাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মিয়া, তথ্য গবেষণা সম্পাদক ফেরদৌস আলম মিয়াজী, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরী, সদস্য নজরুল ইসলাম ইউপি চেয়ারম্যান রায়হান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাহুল আমীন, সদস্য নজরুল ইসলাম, যুবলীগ নেতা মো. শাহজাহান, পৌর কাউন্সিলর শফিউল আলম চৌধুরী প্রমুখ।

এর আগে, তিনি আইয়ুব আলী মার্কেট, শেখেরহাট, বগাচতর, মধ্যদারী, উত্তর বগাচতর, মহানগর, বাকখালী, পশ্চিম সৈয়দপুর, মীরেরহাট, কেদারখীল, হাসুপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করনে।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি