ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

ভ্যান উল্টে বৃদ্ধ নিহত, আহত ৪

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৪, ২৫ ডিসেম্বর ২০২৩

যশোরের ঝিকরগাছায় নির্মাণাধীন কালভার্ট থেকে পড়ে ভ্যান উল্টে খোকন সরকার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানে থাকা আরও ৪ যাত্রী। হতাহতরা সবাই একই পরিবারের।

রোববার রাত সাড়ে ৮টার সময় ঝিকরগাছা উপজেলার নাভারন পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোকন সরকার ঝিকরগাছা উপজেলার আন্দোলপোতা গ্রামের মৃত মেছের আলীর ছেলে।

নিহত খোকন সরকারের ছেলে ভ্যানচালক শহিদুল জানান, তারা উলাশী গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। রাত সাড়ে ৮টার দিকে উলাশী থেকে ভ্যানে করে ডাঙ্গী গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ফাঁকা রাস্তায় নির্মাণাধীন ব্রীজের মধ্যে ভ্যান উল্টে মারাত্মকভাবে আহত হন তারা। 

সবাইকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ভ্যানচালকের পিতা মারা যায় এবং ভ্যানে থাকা পরিবারের অন্য সদস্যরা মারাত্মকভাবে আহত হয়।

শহিদুল অভিযোগ করে বলেন, রাস্তার ব্রীজ (কালভার্ট) নির্মাণের সময় নিরাপত্তা বেষ্টনী দেওয়ার কথা থাকলেও সেটা দেওয়া ছিল না। দেওয়া থাকলে আমরা এভাবে দুর্ঘটনার শিকার হতাম না।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, ঘটনাটি শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় একজন মারা গেছেন, ৪ জন আহত। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি