ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

খোকসায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

রঞ্জন ভৌমিক 

প্রকাশিত : ২১:৪৬, ২৫ ডিসেম্বর ২০২৩

খোকসায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। দুপুরে খোকসায় চাঁদ মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং খুলনা পাবলিক কলেজ পরিবারের সহযোগিতায় অসহায় ও দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা সমাজ সেবা অফিসার হাসানুজ্জামান ,চাঁদ মানব উন্নয়ন সংস্থার সভাপতি মুহাঃ কামরুজ্জামান , সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সমাজসেবক  মুন্সি রইচ উদ্দিন ও  মোঃ শিহাব উদ্দিন প্রমুখ। 

চাঁদ মানব উন্নয়ন সংস্থা খোকসাতে দীর্ঘদিন বৃক্ষরোপণ কর্মসূচি, কম্পিউটার প্রশিক্ষণ, অসহায়দের মধ্যে আর্থিক অনুদান এবং জ্ঞান আরোহণের জন্য একটি লাইব্রেরী সহ জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ।
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি