ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

‘আ.লীগ পুনরায় ক্ষমতায় আসলে ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের আওতায় আনা হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৭, ২৬ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১৯:৩৪, ২৬ ডিসেম্বর ২০২৩

সীতাকুণ্ডের সলিমপুরে আওয়ামী লীগ প্রার্থী মামুন চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব এস.এম আল মামুন সীতাকুণ্ড উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়ন ও জঙ্গল সলিমপুর এলাকায় আজ (২৬ ডিসেম্বর) বেলা ১২টা থেকে বিশাল জনসভা ও গণসংযোগ শুরু করেন। 

এস.এম আল মামুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মতে একজনলোকও গৃহহীন থাকবে না তাই জঙ্গল ছলিমপুর এলাকায় বসবাসকারীদের পর্যায়ক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের আওতায় আনা হবে। আর ছলিমপুরে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত ডিসি পার্কের আধুনিকায়ন করে পর্যটন মন্ত্রণালয়ে অধিনে ন্যাস্ত করা হবে। যাতে মানুষ ডিসি পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারে।

সলিমপুরে জলিল গেইট থেকে আবদুল্লাহর ঘাটা, বড়বাড়ী, দাইয়াবাড়ী, রাম গোবিন্দ সড়ক, বাংলা বাজার ফকিরহাট, কাজী পাড়া, ফকিরপাড়া, কালুশাহ, দক্ষিণ সলিমপুর, লতিফপুর, সিটি গেইট এলাকায় গণসংযোগ শেষে বিকাল ৪টায় জঙ্গল সলিমপুর, ছিন্নমুল এলাকায় বিশাল জনসভায় উপরোক্ত বক্তব্য দেন।  

এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আলাউদ্দিন সাবেরী, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজম খান, ধর্ম বিষয়ক সম্পাদক মাহাবুবুল আলম মেম্বর, চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, প্রদীপ দাশ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এড. ফজলে করিম নিউটন, সহ সভাপতি আলহাজ্ব বাহাদুর খান, কায়সারুল (বাদশা) আলম, গাজী সাদেকুর রহমান, গোলাম গফুর মেম্বর, গোলশান আরা মেম্বার, আরিফুর রহমান মেম্বার, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইকবাল সরোয়ার, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাকিম আরজু, আশরা-উদ-দৌলা রহমান, শাহেদ কাদের হোসাইনি, ইস্বরাফিল আলম, মিজানুল কদর প্রমুখ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি