ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় নিহত ১

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১২:২৪, ২৯ ডিসেম্বর ২০২৩

মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় মোকারম হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেল চালক মোতালেব হোসেন সাগর (৩৩)। 

শুক্রবার সকাল ১০ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার তেরাইল বাজারের অদূরে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মোকারম হোসেন কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বনগ্রামের সজিবুর রহমানের ছেলে ও মোটরসাইকেল চালক মোতালেব হোসেন সাগর রাজশাহী জেলার বাঘা উপজেলার বাসিন্দা।

বামন্দী ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইছাহাক আলী বলেন,বামন্দী গামী একটি মোটরসাইকেলকে পিছন থেকে যাত্রীবাহি একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে মোকারম হোসেন নামের একজন নিহত ও একজন আহত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও আহত মোতালেব হোসেন সাগরকে চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, মোকারম হোসেন ও মোতালেব হোসেন সাগর একটি বিক্রয় কোম্পানীর প্রতিনিধি। তারা প্রতিদিনের ন্যায় ঘটনার দিন বামন্দী এলাকায় বিভিন্ন দোকানে মালামাল অর্ডার নেওয়ার জন্য যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম বলেন,দুর্ঘটনাস্থলটি ভাঙ্গাচোরা ছিলো। ভাঙ্গাচোরা সড়কের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। সড়কের প্রতিটি স্থান মরন ফাঁদে পরিণত হয়েছে। প্রাথমিক সংস্কার না করলে আবারো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, চালক ও তার সহকারী পালিয়ে গেলেও বাসটি স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে। নিহত ও আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি