ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

১৩ বছর অনুপস্থিত যশোর জে. হাসপাতালের চিকিৎসক সরজীৎ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৯, ৩০ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১৩:৪০, ৩০ ডিসেম্বর ২০২৩

যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সরজীৎ কুমার কুন্ডু ১০ দিনের ছুটি নিয়ে ১৩ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার কোনো খবর জানেন না হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

হাসপাতালের প্রশাসনিক সূত্র জানিয়েছে, ডা. সরজীৎ কুমার কুন্ডু ২০১০ সালের ২১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ছুটি চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। ওই বছরের ২০ আগস্ট জমা দেয়া আবেদনপত্রে উল্লেখ করা হয় শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা গ্রহণের জন্য তার ১০ দিনের  ছুটির জরুরি প্রয়োজন। ছুটি মঞ্জুরের পর তিনি সেই যে কর্মস্থল ছেড়েছেন আর ফেরেননি। 

চিকিৎসক সরজীৎ কুমারের বাড়ি ঝিকরগাছা উপজেলায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সরকারের নিয়মনীতি না মেনে তিনি নিজের ইচ্ছায় কর্মস্থলে বছরের পর বছর অনুপস্থিত রয়েছেন।

কর্মস্থলে হাজির হওয়ার জন্য কর্তৃপক্ষ বিগত দিনে তাকে নানাভাবে তাগিদ দিলেও তিনি কর্ণপাত করেননি। ডা. সরজীৎ কুমার কুন্ডুর পদটি বিলুপ্ত করে নতুন পদ সৃষ্টির জন্য কয়েক বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অন্তত ১৫টি পত্র পাঠানো হয়েছে। কিন্তু ফলাফল মেলেনি।

এক সূত্রের দাবি অসুস্থতাজনিত ছুটি নেয়ার পরে  ডা. সরজীৎ কুমার কুন্ডু বিদেশে পাড়ি জমান। বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন। তবে কোন দেশে তিনি আছেন তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

হাসপাতালের বর্তমান তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানান, ডা. সরজীৎ কুমার কুন্ডুর ছুটি ও অনুপস্থিত থাকার বিষয়টি তাকে কেউ অবগত করেননি। এটি সত্য হলে বিষয়টি নিষ্পত্তির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে জোরালোভাবে আলোচনা করা হবে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি