ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

‘আমাকে সংসদে পাঠালে প্রধানমন্ত্রীর নিকট থেকে বেশি বেশি উন্নয়ন বরাদ্ধ আনব’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ৩০ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১৮:৫৬, ৩০ ডিসেম্বর ২০২৩

সীতাকুণ্ড আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন বলেন মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বের কারণে বাংলাদেশ বিশ্বে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমার বাবা প্রায়াত কাসেম মাস্টারের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য প্রার্থী হয়েছি। ৭ জানুয়ারি ভোট দিয়ে আমাকে সংসদে পাঠালে আপনাদের পক্ষে কথা বলার সুযোগ পাব। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে বেশি বেশি উন্নয়ন বরাদ্ধ নিয়ে আসব।

শনিবার ৩০ ডিসেম্বর সীতাকুণ্ড উপজেলা ৮নং সোনাইছড়ি ইউনিয়নের থেকে ৯টি ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ কালে জনগণের উদ্দেশ্য দেওয়া ভাষণে এ কথা বলেন। 

এ সময় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য আলহাজ্ব মোঃ ইদ্রিস, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলশাদ, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জনিয়ার আবদুস সালাম, ত্রাণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সদস্য ইফতেখারুল আলম সবুজ, মাস্টার জাকির হোসেন, মোঃ ইসমাইল, মোঃ শাহাবউদ্দিন, সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বেলাল উদ্দীন, সাধারণ সম্পাদ চেয়ারম্যান মনির আহম্মদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর মোহাম্মদ, এয়াকুব আলী মেম্বার, বাবলু মেম্বার, শাহরিয়ার রাশেদ, ওহিদুল আলম মেম্বর প্রমুখ। পরে তিনি ইউনয়নে রয়েল গেইট, নিউ রাজাপুর, পরীরবাস্তা, বারআউলিয়া, গামরীতল, শীতলপুর, কেশবপুর, লালবেগ, কাসেম জুট মিল গেইটসহ ব্যাপক এলাকা গণসংযোগ করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি