ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে খুন হন কুমিল্লার আ.লীগ নেতা কামাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৮, ৩১ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্ধের জেরে খুন হন কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। এ ঘটনায় ডাকাত দলের দু’সদস্যকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। 

রোববার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান।

তিনি জানান, গত ১৮ ডিসেম্বর বিকালে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয় মোঃ মোস্তফা কামালকে। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে তিতাস থানায় একটি হত্যা মামলা করেন। পরে জেলা গোয়েন্দা পুলিশ শনিবার রাতে চাঁদপুর থেকে আসামি মোঃ নাজিম উদ্দীনকে (৩৯) ও রুমন ব্যাপারী সুমন (৩৮)কে গ্রেপ্তার করা হয়।

নিহত মোস্তফা ও গ্রেপ্তারকৃতরা একই গ্রুপের ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, মোঃ নাজমুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি