ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বছরের প্রথম দিন বই পেয়ে উচ্ছ্বসিত বরগুনার শিক্ষার্থীরা

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৮, ১ জানুয়ারি ২০২৪

বরগুনায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিন পাঠ্যবই পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত।

আজ পহেলা জানুয়ারী সোমবার সকাল দশটায় বরগুনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দেন। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ এবং প্রেসক্লারের সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কাদের। এছাড়াও উপস্থিত ছিলেন অত্রস্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবক বৃন্দ।

বই বিতরণের আগে পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠ ও জাতীয় সংঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় আনুষ্ঠিকতা। এরপর প্রধান অতিথি-সহ অন্যান্য অতিথি বৃন্দ বক্তব্য রাখেন এবং আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্য বই বিতরণ করা হয়। 

এবছর বরগুনা জেলায় মাধ্যমিক স্তরে ১৫ লাখ ৫৩ হাজার শিক্ষার্থীকে নতুন বই দেয়া হবে। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা খুশি এবং বছরের প্রথম দিনে বই পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। 

বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম বলেন, বছরের প্রথম দিন পাঠ্য বই পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ আনন্দিত। বই পেয়ে পড়াশুনা ও জ্ঞান অর্জনের প্রয়াস শিক্ষার্থীদের অনেক বেড়ে যাবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি