ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

নির্বাচন বিরোধী কার্যক্রম প্রতিহত করা হবে: আইজিপি

রংপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৭, ১ জানুয়ারি ২০২৪

নির্বাচন বিরোধী যে কোন ধরনের নাশকতামূলক কার্যক্রম ও আইনশৃংখলা পরিস্থিতির অবনতি প্রতিহতের সক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।  

সোমবার সকালে রংপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে একথা বলেন তিনি। 

আইজিপি বলেন, দেশের সব আসনেই মানুষকে উৎসবমুখর পরিবেশে নির্বাচন কেন্দ্রে এসে ভোট দেবার জন্য আহবান জানানো হচ্ছে। কেউ যদি কোন ভোটারকে ভোট দিতে বাঁধা দেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পুলিশপ্রধান বলেন, ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নাশকতাকারীদের তৎপরতা আগের থেকে অনেকটাই কমে এসেছে। দুস্কৃতিকারীরা যেই হোক অপরাধ করে পার পাবেনা। তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

তিনি বলেন, পুলিশ ছাড়াও র‌্যাব, আনসার বিজিবিসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সজাক দৃষ্টি রাখছে। কোন ধরনের অনিয়ম অরাজকতা দেখলেই ব্যবস্থা নেয়া হবে। 

আইপিপি বলেন, আমরা সকলেই নির্বাচন কমিশনের অধিনে, তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। 

এর আগে রংপুর মেট্রোপলিটান পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান রংপুর রেজ্ঞের ডিআইজি আব্দুল বাতেন রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনার মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি