ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত ফরিদপুর

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৯, ২ জানুয়ারি ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরে আসছেন আজ মঙ্গলবার। বিকালে তিনি শহরের রাজেন্দ্র কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। 

এ উপলক্ষে রাজেন্দ্র কলেজ মাঠে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। শহরের রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্ন করাসহ চলছে রংয়ের কাজও শেষ। 

এ উপলক্ষে শহরে বিরাজ করছে সাজসাজ রব। নেতাকর্মীদের মাঝে চলছে খুশীর জোয়ার। জেলা আওয়ামী লীগের পক্ষ হতে সবাইকে জনসভায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন নিরাপদ ও নির্বিঘ্ন করতে শহরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ, গোয়েন্দা পুলিশ, টহল পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। শহরে টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে এ ধারা অব্যাহত রাখতে হবে। তাই আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করাতে হবে। সে লক্ষ্যে এখন থেকে কাজ করতে হবে। 

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ফরিদপুর শহরে এসেছিলেন ২০১৭ সালের ২৯ মার্চ। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি