ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুর স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে গুলি, আহত ২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৫, ২ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজের শ্রীপুরের মাওনায় অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা । এ সময় তার দুজন সমর্থক আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোমবার রাতে শ্রীপুরের মাওনা সলিং মোড়ে এ গুলির ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর অস্থায়ী ক্যাম্পে সন্ধ্যার পরে স্থানীয় নেতা, কর্মী ও সমর্থকরা বসে আড্ডা দিচ্ছিল। এ সময় মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে ক্যাম্পে গুলি চালায়। গুলিতে থাই গ্লাস ভেঙে যায়। এ সময় ভেঙ্গে যাওয়া কাঁচের টুকরোর আঘাতে দুজন আহত হন।

ঘটনার পরপরই ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজ ঘটনাস্থলে পরিদর্শনে আসেন।  ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি