ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সুনামগঞ্জে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, ৩ ব্যবসায়ী নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪২, ২ জানুয়ারি ২০২৪

সুনামগঞ্জ-সিলেট সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপের ধাক্কার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া পিকআপের চালক ও তাঁর সহকারী আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকালে ছাতক উপজেলার বড়কাপন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুামগঞ্জের দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের নুরুল হক (৪৫), শান্তিগঞ্জ উপজেলার উকারগাঁও গ্রামের আব্দুল করিম (৫৭) ও জামালগঞ্জ উপজেলার আসাব উদ্দিন। নিহতরা সবাই মাছ ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে পিকআপে করে সিলেটের অমাকাজি মাছের বাজারের উদ্দেশ্যে মাছ নিয়ে রওনা হন মাছ ব্যবসায়ীরা। ছাতক উপজেলার বড়কাপন এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। 

এতে ঘটনাস্থালেই দুজন মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্তায় পিকআপের চালক ও অপর এক ব্যবসায়ীকে কৈতক হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও এক ব্যবসায়ীর মৃত্যু হয়। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, বড়কাপন এলাকায় পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, চালকের চোখে ঘুম ছিল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি