ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

নির্বাচন সামনে রেখে উপকূলে কোস্টগার্ডের কার্যক্রম জোরদার

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪০, ২ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১৪:৪২, ২ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ডের কার্যক্রম জোরদার করা হয়েছে। 

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১২টায় পশুর নদের পাড়ে লাউডোব এলাকায় কোস্টগার্ডের নির্বাচনী টহল চালানো হয়। এসময় কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী উপস্থিত থেকে তাদের কার্যক্রম পরিদর্শন করেন। 

এসময় উপস্থিত ছিলেন কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা বেইজ) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, কমান্ডিং অফিসার (অধিনায়ক) কমান্ডার শেখ ফখর উদ্দিনসহ পদস্থ কর্মকর্তারা। 

কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল এ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নির্দেশনা অনুযায়ী কোস্টগার্ড উপকূলীয় ৪৩টি ইউনিয়নের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে ২৯ ডিসেম্বর ২০২৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বে নিয়োজিত আছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্টগার্ড তাদের দায়িত্ব পালনে সদা তৎপর রয়েছে বলে জানান তিনি। 

নির্বাচনকালীন আইন ভঙ্গ করলে তাকে গ্রেফতার করা হবে বলেও জানান মহাপরিচালক।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি