ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

বরিশালে জাতীয় সমাজসেবা দিবস পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ২ জানুয়ারি ২০২৪

‘সমাজ সেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বরিশালে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।  

মঙ্গলবার (২ জানুয়ারি) বরিশাল সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বরিশাল। 

বিশেষ অতিথি ছিলেন এডাব সভাপতি কাজী জাহাঙ্গীর কবির, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক,  জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য মো: হোসেন চৌধুরী, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাজাহান হোসেন।

আরও উপস্থিত ছিলেন আল মামুন তালুকদার উপ-পরিচালক সমাজসেবা বরিশাল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি