ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

গাজীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, স্বামী-স্ত্রী নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৩, ৩ জানুয়ারি ২০২৪

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যার দিকে গাজীপুরের মৌচাক-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন কালিয়াকৈরের কাচিঘটা এলাকার মজিবুর রহমান ও তার স্ত্রী হাবিবা বেগম।

পুলিশ জানায়, গাজীপুর সরকারী মহিলা কলেজের প্রভাষক হাবিবুর রহমান তার বাবা মজিবুর রহমান, মা হাবিবা বেগকে নিয়ে একটি সিএনজিতে করে ফুলবাড়ীয়া তাদের গ্রামের বাড়ি যাচ্ছিলেন। তাদের বহনকৃত সিএনজি অটোরিক্সাটি মৌচাক-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে  দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। 

এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায। ঘটনাস্থলে আরোহী মজিবুর রহমান এবং তার স্ত্রী হাবিবা বেগম নিহত হন।  অপর ৩ আরোহী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কালিয়াকৈরে থানার অফিসার্স ইনচার্জ এএফএম নাসিম জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি