ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরণ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪২, ৩ জানুয়ারি ২০২৪

ঘটনার পর উৎসুক জনতার ভীড়

ঘটনার পর উৎসুক জনতার ভীড়

Ekushey Television Ltd.

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুলের নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার রাতে নাটোর শহরের মাদ্রাসা মোড় (স্বাধীনতা চত্বর) এলাকায় এই ঘটনা ঘটে। এতে ক্যাম্পের সমিয়ানার আংশিক পুড়ে যায়।

খবর পেয়ে সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কর্মিশনার (ভূমি) জোবায়ের হাবিব, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, রাত ১১টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকার নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুল এমপির একটি নির্বাচনী ক্যাম্পে কে বা কাহারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিষয়টি উদঘাটনে পুলিশের একটি টিম তদন্ত শুরু করেছে।  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি