ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজনৈতিক কর্মকাণ্ডে আইনজীবীদের টেনে আনা বিএনপির ভুল: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৫, ৩ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন নিছক রাজনৈতিক স্ট্যান্ডবাজী, এর কোন মর্মার্থ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক। তিনি বলেন, আইনজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে টেনে আনা বিএনপির ভুল ও অন্যায়।

আজ বুধবার সকালে তার নির্বাচনী এলাকা আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, আদালত আদালতের কাজ করে যাচ্ছে, বিচারকার্যে মনোনিবেশ করছেন।  

তিনি আরও বলেন, যারা নির্বাচনকে তামাশার নির্বাচন বলে এটা তাদের বক্তব্য। কারণ জনগণের কর্মকাণ্ডই বলে দিচ্ছে জনগণ নির্বাচনকে মেনে নিয়েছেন এবং তারা অংশগ্রহণ করবেন। 

এ সময়  আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি