ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বাগেরহাট কারাগারে এক হাজতির মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৩০, ৩ জানুয়ারি ২০২৪

বাগেরহাট জেলা কারাগারে কামাল হোসেন (৪৩) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২ জানুয়ারি) রাত সোয়া ১১টায় তার মৃত্যু হয়।

হাজতি কামাল হোসেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা গ্রামের মোকলেছ হোসেনের ছেলে। ২০২৩ সালের ১১ নভেম্বর একটি নাশকতা মামলায় আদালত তাকে কারাগারে পাঠিয়ে ছিল। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

বাগেরহাট কারাগারের সুপার শংকর মজুমদার বলেন, মঙ্গলবার রাত ১১টার আগ মুহূর্তে কামাল হোসেন হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সোয়া ১১টার দিকে মৃত ঘোষণা করেন। 

ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি