ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

শার্শায় পিকআপের ধাক্কায় সাইকেল চালক নিহত

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৩, ৪ জানুয়ারি ২০২৪

যশোরের শার্শায় পিকআপ ভ্যানের ধাক্কায় জিয়াদ সরদার (৪৮) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছিতে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত জিয়াদ সরদার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত খিলাত আলী সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়াদ সরদার পেশায় একজন দিনমজুর। কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে শ্যামলাগাছি নামক স্থানে রাস্তা পার হচ্ছিলেন। এসময় বেনাপোল থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। 

পরে স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘাতক পিকআপটি আটকের চেষ্টা চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি