ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জেকে বসেছে পৌষের শীত, উত্তরের জনজীবন বিপর্যস্ত

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ০৯:০৬, ৫ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

জেকে বসেছে পৌষের শীত। ঘনকুয়াশা আর তীব্র শীত উত্তরের জেলাগুলোর জনজীবন বিপর্যস্ত। হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে শীতজনিত রোগী। 

রাত থেকে সকাল পর্যন্ত ঘনকুয়াশায় ঢাকা থাকছে দেশের বেশিরভাগ জেলা। তীব্র শীতে সবচেয়ে বেশি নাকাল উত্তরাঞ্চলের মানুষেরা।   

ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দিনের বেলাতেও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। অনেক স্থানে গত তিন দিন ধরে সূর্যের দেখা মেলেনি। সেই সঙ্গে প্রতিদিনই কমছে তাপমাত্রা। 

তীব্র শীতের কারণে বেকার রয়েছেন খেটে খাওয়া মানুষ।

সপ্তাহজুড়ে তাপমাত্রার পারদ ৯ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। মৃদু শৈত্যপ্রবাহ আর কনকনে ঠাণ্ডায় দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষেরা।

তীব্র শীতে নাকাল উত্তরের আরেক জেলা কুড়িগ্রামও। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কমলেও কমছে না শীতের দাপট। 

ঘনকুয়াশা আর হাড়কাপানো শীতে জবুথবু লালমনিরহাটও। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। সবেচেয়ে বেশি বিপাকে শিশু ও বৃদ্ধরা। 

তাপমাত্রা কমে বিপর্যস্ত চুয়াডাঙ্গাও। শীত থেকে বাঁচতে গরম কাপড়ের পাশাপাশি খড়কুটুর আগুনেই ভরসা সাধারণ মানুষের।

এদিকে, নদনদীবেষ্টিত কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে আবারও বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার পাশাপাশি উত্তরে হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাসে হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। গত তিন দিন ধরে সূর্যের দেখা নেই। সেই সঙ্গে প্রতিদিনই কমছে তাপমাত্রা। বৃহস্পতিবার বেলা ১২টায় নিকলী আবহাওয়া অধিদপ্তর সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি