ঢাকা, শুক্রবার   ০৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

স্বতন্ত্র প্রার্থীর অভিযোগে গোপালপুরের ওসি প্রত্যাহার

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৫, ৫ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১১:১৭, ৫ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের গোপালপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) জিয়াউল মো‌র্শেদকে প্রত‌্যাহার পু‌লিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।এর আগে দ্বাদশ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করার জন‌্য ওই পু‌লিশ কর্মকর্তাকে প্রত‌্যাহার করার জন‌্য নির্বাচন কমিশন থে‌কে নির্দেশ দেয়া হয়। 

বৃহস্প‌তিবার (৪ জানুয়া‌রি) বি‌কোলে বিষয়‌টি নি‌শ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ম‌তিউর রহমান।

এর আগে বুধবার (৩ জানুয়া‌রি) নির্বাচন ক‌মিশ‌নের উপস‌চিব (চল‌তি দা‌য়িত্ব) মো. মিজানুর রহমান স্বাক্ষ‌রিত এক চি‌ঠি‌তে দ্বাদশ নির্বাচন সুষ্ঠ ও নির‌পেক্ষ করার ল‌ক্ষে গোপালপুর থানার ভারপ্রাপ্ত (ও‌সি) মো. জিয়াউল মো‌র্শেদ‌কে প্রত‌্যাহার ক‌রে সেখা‌নে অন‌্য একজন কর্মকর্তা‌কে পদায়ন করার জন‌্য নি‌র্দেশ দেয়া হয়।

এরআগে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আস‌নের আওয়ামী লী‌গের স্বতন্ত্র ঈগল প্রতী‌কের প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু ওই ওসির বিরু‌দ্ধে নির্বাচন ক‌মিশন বরাবর লি‌খিত বি‌ভিন্ন অভিযোগ ‌দেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি